সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বড় সম্মান আশুতোষ গোয়ারিকর-এর
বলিউডে এল আন্তর্জাতিক সম্মান। 'সেন্ট ট্রোপেজ মেডেল'-এ সম্মানিত হলেন প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। প্রতি বছর ফ্রান্সের সেন্ট ট্রোপেজ শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করে সিনেমার শ্রেষ্ঠত্বের জন্যে পুরস্কার দেওয়া হয় বিজেতাদের। সেখানেই এই বছর সম্মানজনক 'সেন্ট ট্রোপেজ মেডেল'-এ সম্মানিত হয়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়ারিকার।
আন্তর্জাতিক গানে নোরা
নোরা ফতেহি গোটা বিশ্বের দরবারে জনপ্রিয়তা লাভ করেছেন। এবার এল নোরার অনুরাগীদের জন্য বড় সুখবর। ওয়ার্নার মিউজিক-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মরোক্কোর সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে আসছে নোরার আন্তর্জাতিক গান। এই সঙ্কল্পের নামও তাঁর নামে, 'নোরা'। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই গানের শুটিং দৃশ্য এবং টিজার। তারপর থেকে, ভক্তরা নোরা ফতেহির প্রথম আন্তর্জাতিক গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিয়ে নিয়ে বদ্ধমূল ধারণা কাজলের
দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল দক্ষিণী ছবির দুনিয়ায় বিবাহিত অভিনেত্রীদের সম্পর্কে বদ্ধমূল ধারণা সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। কাজলের কথায়, দক্ষিণী চলচ্চিত্র জগতে বিবাহিত অভিনেত্রীদের কমার্শিয়াল চরিত্রে নির্বাচন করা হয় না। বলিউডে সেই সুযোগ অনেক বেশি। অভিনেত্রী জানান, বিবাহিত অভিনেত্রী বা যখন একজন অভিনেত্রী মা হন, তাঁদের নিয়ে বদ্ধমূল ধারণাগুলো খুব তাড়াতাড়ি হয়তো বদলাতে পারবেন তাঁরা।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনেতা জিতেন্দ্র
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল অভিনেতা জিতেন্দ্র কুমার-এর। ছোটবেলায় নিজের শহরের 'রামলীলা'য় অভিনয় করতেন তিনি। জিতেন্দ্র আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তখন থেকেই তিনি অভিনয় নিয়ে এগোনোর কথা ভাবেন। একসময় চাকরি ছেড়ে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন। সিনেমা হোক বা সিরিজ আজ তিনি সবার পছন্দের অভিনেতা।
